মালদায় আদিনা মসজিদ নয়, ছিল আদিনাথ মন্দির রাজ্যসভায় বিষ্ফোরক শমীক ভট্টাচার্য

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 4 d ago
মালদায় আদিনা মসজিদ নয়, ছিল আদিনাথ মন্দির রাজ্যসভায় বিষ্ফোরক শমীক ভট্টাচার্য
মালদায় আদিনা মসজিদ নয়, ছিল আদিনাথ মন্দির রাজ্যসভায় বিষ্ফোরক শমীক ভট্টাচার্য
 
নয়াদিল্লি ঃ

‘মালদায় আদিনা মসজিদ নয়, বরং সেখানে ছিল আদিনাথ মন্দির এবং একদিন হিন্দুরা এই মসজিদের কবর খুঁড়ে আসল ইতিহাস বের করবে।’ সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন মালদার ঐতিহাসিক আদিনা মসজিদ নিয়ে এমন বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
 
সম্প্রতি তিনি রাজ্যসভায় উপরাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ইতিহাস বদলানো যায় না। একদিন হিন্দুরা ঠিক এই আদিনা মসজিদের কবর খুঁড়বে এবং তার থেকে বেরিয়ে আসবে আসল তথ্য।’
 
শমীক ভট্টাচার্য দাবি করেন যে আদিনা মসজিদ যেখানে অবস্থিত, সেখানে আসলে ছিল আদিনাথ মন্দির। তাঁর মতে, এর ঐতিহাসিক প্রমাণ এবং এএসআই-এর নথিও রয়েছে। তিনি সংসদ কক্ষে উপরাষ্ট্রপতিকে অনুরোধ করেন, যাতে এই আদিনাথ মন্দিরের আসল রহস্য উন্মোচন করার জন্য সরকার পদক্ষেপ নেয়।
 
সংসদের শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় এই নিয়ে বক্তব্য রাখলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘আমরা ইতিহাসকে মিটিয়ে দিতে পারি না। নিজের কারবারকে ছাড়তে পারিনা। সংস্কৃতিকে মিটিয়ে ফেলতে পারিনা। কিন্তু পশ্চিমবঙ্গে এমনটাই চলছে। যেখানে বাবরি মসজিদ বানাতে চাইছে সেখানে আদিনাথ মন্দির ছিল তার আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ঐতিহাসিক তথ্যপ্রমাণ রয়েছে।
 
সরকারের কাছে জমিরক্ষার জন্য আবেদন করলেন শমীক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ হতে দেবনা আমরা। এটা শুধু বাবর আর রামের লড়াই নয়। এটা ভারতের সংস্কৃতি বাঁচানোর লড়াই।’