৩২,০০০ প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ খারিজ করল কলকাতা হাই কোর্টের বিভাগীয় বেঞ্চ

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 13 d ago
৩২,০০০ প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ খারিজ করল কলকাতা হাই কোর্টের বিভাগীয় বেঞ্চ
৩২,০০০ প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ খারিজ করল কলকাতা হাই কোর্টের বিভাগীয় বেঞ্চ
 
কলকাতা :
 
পশ্চিমবঙ্গের ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল সংক্রান্ত একক বেঞ্চের রায় কলকাতা হাই কোর্টের বিভাগীয় বেঞ্চ বুধবার বাতিল করেছে।

এই শিক্ষকরা ২০১৪ সালের টেট (TET)–এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ছিলেন।বিচারপতি তপব্রত চক্রবর্তী–নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, সব নিয়োগে অনিয়ম প্রমাণিত হয়নি, তাই একক বেঞ্চের রায় বহাল রাখার মতো পরিস্থিতি নেই।

বেঞ্চ আরও জানায়, নিয়োগের নয় বছর পর চাকরি ছাঁটাই হলে সংশ্লিষ্ট শিক্ষক–শিক্ষিকাদের ও তাঁদের পরিবারের ওপর ভয়াবহ প্রভাব পড়বে।

আদালত জানায়, হাই কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করে প্রথমে ২৬৪ জনের নিয়োগে অনিয়ম খুঁজে পায়। পরে আরও ৯৬ জন শিক্ষক তদন্তের আওতায় আসেন।এই পরিস্থিতিতে সম্পূর্ণ নিয়োগ–প্রক্রিয়াই বাতিল করা যায় না, আদালত এমনটাই মত দেয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ১২ মে, তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়–এর একক বেঞ্চ ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল ঘোষণা করেছিলেন।