নয়াদিল্লি:
পশ্চিমবঙ্গ সরকার বিগত দুই বছর ধরে কেন্দ্রীয় মৎস্য প্রকল্প পিএম মৎস্য সম্পদা যোজনা (PMMSY) বাস্তবায়ন করেনি এবং অনুমোদিত অর্থের মধ্যে মাত্র ৫৮.৫১ কোটি টাকা ব্যয় করেছে বলে মঙ্গলবার লোকসভায় জানিয়েছেন কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিংহ।
প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা (PMMSY) চালু করেছে কেন্দ্রীয় মৎস্য মন্ত্রক—ভারতের মৎস্য খাতে পরিবেশগতভাবে টেকসই, অর্থনৈতিকভাবে লাভজনক ও সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে।
মন্ত্রী জানান, ২০২০–২১ সালে প্রকল্প চালুর পরের দুই বছর পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করেনি। ২০২২–২৩ সালে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পটি গ্রহণ করে এবং ২২১ কোটি টাকার প্রস্তাব পাঠায়। এর মধ্যে ১১৪ কোটি টাকার প্রস্তাব কেন্দ্র অনুমোদন করে।
তিনি বলেন, “অনুমোদিত অর্থের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার এখন পর্যন্ত মাত্র ৫৮.৫১ কোটি টাকা ব্যয় করেছে।”মন্ত্রী আরও জানান, কোনো রাজ্য সরকার সহযোগিতা না করলে কোনো প্রকল্প বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন।
তিনি বলেন,“আমি ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গ সফর করি প্রকল্প পর্যালোচনার জন্য। বৈঠকে রাজ্য সরকারের শুধু নিম্নপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তাঁদের প্রকল্প সম্পর্কে খুব কম ধারণা ছিল।”
PMMSY–র লক্ষ্য হলো ভারতের মৎস্য খাতে টেকসই ও দায়িত্বশীল উন্নয়নের মাধ্যমে একটি ‘নীল বিপ্লব’ ঘটানো। মৎস্য খাতের সার্বিক উন্নয়নের জন্য মোট ২০,০৫০ কোটি টাকার বিনিয়োগ অনুমোদিত।
এই প্রকল্প ২০২০–২১ থেকে ২০২৪–২৫ পর্যন্ত পাঁচ বছরের জন্য দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাস্তবায়ন করা হচ্ছে।