বিশ্বের দ্রুততম এবং অত্যাধুনিক হাইপারলুপ রেল প্রকল্পের নেতৃত্বে অসমের সিদ্ধার্থ বরুয়া

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
বিশ্বের দ্রুততম এবং অত্যাধুনিক হাইপারলুপ রেল প্রকল্প
বিশ্বের দ্রুততম এবং অত্যাধুনিক হাইপারলুপ রেল প্রকল্প
আওয়াজ দ্যা ভয়েস অসম ব্যুর

 বিশ্বের দ্রুততম এবং অত্যাধুনিক হাইপারলুপ রেল প্রকল্পে  জড়িত রয়েছেন আসামের এক তরুণ ইঞ্জিনিয়ার। ঘণ্টায় সর্বাধিক ১,২০০ কিমি  দুরন্ত গতির হাইপারলুপ রেলের সফটওয়্যার প্রোগ্রামিংয়ে নেতৃত্ব দিচ্ছেন বর্তমানে মাদ্রাজ আইআইটির  ছাত্র সিদ্ধার্থ বরুয়া।
 
লখিমপুরের ঘিলামারা রাইদঙীয়া গ্রামের সন্তান সিদ্ধার্থ ছাত্রাবস্থাতেই যুক্ত হয়েছেন ভারতের উচ্চাকাঙ্ক্ষী হাইপারলুপ রেল প্রকল্পে।  মাদ্রাজ আইআইটি ক্যাম্পাসে অবস্থিত ডিসকভারি ক্যাম্পাসে সিদ্ধার্থ বরুয়ার আবিষ্কার ক্লাবের সহপাঠীরা নির্মাণ করা ৪১০ মিটার দীর্ঘ হাইপারলুপ টেস্ট করিডোর পরিদর্শন করেন। এই সফল উদ্ভাবন দেখে বিজ্ঞানী-ইঞ্জিনিয়ার দলকে ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় রেল,তথ্য-সম্প্রচার এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ।

 রেল বিভাগের তহবিল দিয়ে শুরু হওয়া এই প্রকল্পের পর, দেশে বাণিজ্যিকভাবে প্রথমে ৫০ কিমি পথে হাইপারলুপ রেল চালানোর দিশায় কেন্দ্রীয় সরকার অগ্রসর হবে বলে জানান মন্ত্রী। ৪১০ মিটার দীর্ঘ এই হাইপারলুপ করিডোর এশিয়ার দীর্ঘতম টেস্ট করিডোর। দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা উদ্ভাবন করা হয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন,হাইপারলুপের ইলেকট্রনিক ব্যবস্থা নির্মাণ করা হবে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (আইসিএফ)। এই কারখানাতেই দ্রুতগতির বন্দে ভারত রেলের ইলেকট্রনিক ব্যবস্থাপনা প্রস্তুত করা হয়েছিল। মাদ্রাজ আইআইটির হাইপারলুপ প্রকল্পের পরীক্ষার জন্য রেল বিভাগ দুটি পর্যায়ে ৯ কোটি টাকা অনুদান দিয়ে প্রকল্পকে সমর্থন জানিয়ে ছিল ।

 
  অসমের সিদ্ধার্থ বরুয়া
 
উল্লেখযোগ্য যে, গত  ডিসেম্বর মাসে প্রথম পরীক্ষা সম্পন্ন করেছিল মাদ্রাজ আইআইটি। বর্তমানে বিশ্বে আটটি বৃহৎ হাইপারলুপ রেল প্রকল্পের কাজ চলছে। ঘিলামারার রাইদঙীয়া গ্রামের সিদ্ধার্থ বরুয়ার এই বিরল সাফল্য শুধু তাঁর বাবা, তথা আরপিএফের প্রকিউরমেন্ট সেলের পরিদর্শক সত্য বরুয়া এবং মা শুবলা বরগোহাঞি, কাকা-ঠাকুরদা নরেন বরুয়া ও প্রতিভা বরুয়ার নাম উজ্জ্বল করেনি, বরং দেশের প্রথম উচ্চাকাঙ্ক্ষী রেল প্রকল্পে আসামের নাম সংযুক্ত করে রাজ্যবাসীকেও গর্বিত করেছেন।
 
হাইপারলুপ রেলের কন্ট্রোল প্যানেল উদ্ভাবনের মূল দায়িত্বে থেকে মাদ্রাজ আইআইটির ইলেকট্রিক্যাল বিভাগের  ছাত্র সিদ্ধার্থ বরুয়া সমগ্র হাইপারলুপ প্রকল্পকে এগিয়ে নেওয়ার ওপর নির্ভর করছে ভারতে হাইপারলুপ রেলের সাফল্যের কাহিনী। কারণ, হাইপারলুপের সফলতা ভারতীয় রেলে বিপ্লবাত্মক পরিবর্তনের সূচনা করবে ।