অভয়া কাণ্ডের পর ফের বঙ্গে শিহরণ, বর্ধমানের দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, সহপাঠী আটক

Story by  atv | Posted by  Aparna Das • 1 Months ago
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
 
দেবকিশোর চক্রবর্তী / দুর্গাপুর

অভয়া কাণ্ডের মাত্র কয়েক মাস পর ফের রাজ্যে নৃশংসতার অভিযোগে শোরগোল। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে এক সহপাঠীকেও আটক করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, ওড়িশার জালেশ্বরের বাসিন্দা ওই ছাত্রী দুর্গাপুরের ওই বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষে পড়েন। শুক্রবার রাতে সহপাঠী এক বন্ধুর সঙ্গে খাবার কিনতে বেরিয়েছিলেন তিনি। অভিযোগ, কলেজ থেকে কিছু দূরে গিয়ে ওই সহপাঠী তাঁকে ফেলে চলে যান। এরপর কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক এসে তাঁকে জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ।
 
অভিযুক্তরা তাঁর মোবাইল ফোন ও টাকা কেড়ে নেয় এবং হুমকি দেয়, বিষয়টি জানালে প্রাণনাশের আশঙ্কা থাকবে। নির্যাতিতা কোনোমতে নিজেকে উদ্ধার করে কলেজে ফিরে আসে ও সহপাঠীদের ঘটনাটি জানায়। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক পরীক্ষার রিপোর্টে যৌন নির্যাতনের প্রাথমিক প্রমাণ মিলেছে।
 
ঘটনার পরপরই দুর্গাপুর মহকুমা পুলিশ অভিযান শুরু করে। শনিবার সকালে সহপাঠীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পুলিশের একটি দল অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।
 
ডিসি (পূর্ব) অভিষেক গুপ্ত জানিয়েছেন, “এটি অত্যন্ত সংবেদনশীল ঘটনা। আমরা সব দিক থেকে তদন্ত করছি। ফরেনসিক ও ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। সত্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত কারও বিরুদ্ধে চূড়ান্ত মন্তব্য করা হবে না।”
ওড়িশার মুখ্যমন্ত্রী তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি মন্তব্য করেছেন, “দুর্গাপুরে ওড়িশার ছাত্রীর বিরুদ্ধে সংঘটিত গণধর্ষণ ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। @MamataOfficial — আমি আবেদন জানাই, দ্রুত ও ন্যায়বিচারমূলক পদক্ষেপ গ্রহণ করুন। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে।” 
 
পুলিশ সূত্রে আরও খবর, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মোবাইল ফোনের কলরেকর্ড ও লোকেশন ডাটা যাচাই করা হচ্ছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শনিবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। শতাধিক ছাত্রছাত্রী কলেজ প্রশাসনের দফতর ঘেরাও করে নিরাপত্তা ব্যবস্থার দাবিতে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, “কলেজ চত্বর ও আশপাশের এলাকায় রাতে পর্যাপ্ত নিরাপত্তা নেই। মেয়েদের জন্য কোনো সুরক্ষা ব্যবস্থা নেই।”
 
পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কলেজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, “আমরা নির্যাতিতার পাশে রয়েছি। পুলিশকে তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে।”
 
ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়ায়। বিরোধী দল বিজেপি ও সিপিএম রাজ্য প্রশাসনের সমালোচনায় মুখর হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “অভয়া কাণ্ডের বিচার এখনও শেষ হয়নি, আরেকটি ছাত্রী নির্যাতনের ঘটনা প্রমাণ করছে রাজ্য নারীদের জন্য নিরাপদ নয়।”
 
তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী শশী পাঁজা পাল্টা বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। সরকার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করবে। কিন্তু কেউ যেন এই ঘটনার রাজনৈতিক ফায়দা তুলতে না চায়।”