অসম অনূর্ধ্ব-১৪ ফুটবল দলে স্থান পেয়েছেন অঙ্গদ গগৈ, রয়েছে ভারতীয় দলের হয়ে খেলার স্বপ্ন

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 5 d ago
অসম অনূর্ধ্ব-১৪ ফুটবল দলে স্থান পেয়েছেন অঙ্গদ গগৈ, রয়েছে ভারতীয় দলের হয়ে খেলার স্বপ্ন
অসম অনূর্ধ্ব-১৪ ফুটবল দলে স্থান পেয়েছেন অঙ্গদ গগৈ, রয়েছে ভারতীয় দলের হয়ে খেলার স্বপ্ন
 
শান্তি প্রিয় রায়চৌধুরী:

৬৯তম জাতীয় স্কুল ক্রীড়া চ্যাম্পিয়নশিপ ।১ ডিসেম্বর থেকে মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হবে। রাজগড়ের নিউ স্টার সিনিয়র সেকেন্ডারি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র অঙ্গদ পুরো টিংখাং জেলার জন্য গর্ব বয়ে এনেছে।

অসম অনূর্ধ্ব ১৪ ফুটবল দলের জন্য নির্বাচিত হয়েছেন এই উদীয়মান ফুটবলার। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আগ্রহী অঙ্গদ গগৈ। কোচ প্রহ্লাদ কোনয়ারের অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন এবং স্থানীয় শালগরি-টিপমিয়া ফুটবল ক্লাবের একজন দক্ষ স্ট্রাইকার।

কোচ প্রহ্লাদ কোনয়ার ছাত্রের এই সাফল্যে খুবই খুশি। তিনি মনে করেন, ঠিক ঠিক মতো পরিচর্যা করলে ও অসম ফুটবলের সম্পদ হবে। আগামী দিনে ভারতীয় ফুটবলেও খেলবে। অসম ফুটবল ফেডারেশনেরও ওর দিকে লক্ষ্য আছে। 

বিশ্ব ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ওর আদর্শ। অঙ্গদ ভবিষ্যতে ভারতীয় জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখেন। "আসাম অনূর্ধ্ব-১৪ দলের জন্য নির্বাচিত হতে পেরে আমি খুব খুশি। এই টুর্নামেন্টটি মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হবে। আমি ছোটবেলা থেকে ফুটবলকে ভালো বেসে ফুটবল খেলে আসছি। একজন ভালো ফুটবলার হিসেবে ভারতীয় দলের হয়ে খেলার স্বপ্ন আমার," সাংবাদিকদের বলেন গগৈ।