খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 3 d ago
খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার
খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার
 
ঢাকা ঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার সরকার। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো কিনা জানতে আরো পর্যবেক্ষণ করছেন দেশি-বিদেশি চিকিৎসকরা।

অন্যদিকে,বেগম খালেদা জিয়াকে শেষবারের মত জনসমক্ষে দেখা গিয়েছিল গত ২১ নভেম্বর। তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকার সেনাকুঞ্জ কমিউনিটি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। হুইল চেয়ারে বসেও এসেছিলেন। দেখা করেছিলেন অন্তর্বর্তী শাসক ইউনুসের সঙ্গে।

বেগম খালেদা জিয়া দীর্ঘ দিন ধরেই হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিনডি-র অসুখে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি লন্ডনে যান। টানা ১৭ দিন চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা হয়। তারপর ছেলে তারেক রহমনের বাড়িতে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ৬ মে দেশে ফিরে আসেন জিয়া।

বেগম খালেদা জিয়া ১৯৯১ থেকে ১৯৯৬ এবং আবার ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি এবং সেনা কমান্ডার জিয়াউর রহমানের বিধবা স্ত্রী।