বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষ এখন বাংলার পুলিশ কর্মকর্তা, শিলিগুড়িতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ

Story by  atv | Posted by  Aparna Das • 2 d ago
বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষ এখন বাংলার পুলিশ কর্মকর্তা, শিলিগুড়িতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ
বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষ এখন বাংলার পুলিশ কর্মকর্তা, শিলিগুড়িতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ
 
কলকাতা

বিশ্বকাপ জয়ের গৌরবের পর আরও এক নতুন অধ্যায় শুরু করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটকিপার রিচা ঘোষ। বুধবার আনুষ্ঠানিকভাবে বেঙ্গল পুলিশের সঙ্গে যুক্ত হয়ে তিনি পরলেন নতুন পরিচয়ের খাকি পোশাক। ভরদুপুরে ভব্য ভবনে রাজ্য পুলিশের ডিরেক্টর-জেনারেল রাজীব কুমারের সঙ্গে সাক্ষাৎ করে শুরু হল তাঁর পুলিশি জীবনের প্রথম দিন।
 
রাজ্য পুলিশের এক আধিকারিক জানান, রিচা ঘোষকে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) পদে নিয়োগ দেওয়া হলেও, তাঁকে সিলিগুড়ি পুলিশ কমিশনারেটে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এএসপি) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। মাত্র ২২ বছর বয়সে দেশের হয়ে বিশ্বকাপ জেতার পর এবার রাজ্যবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তাঁর কাঁধে।
 
মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ২৪ বলে ৩৪ রানের জয়ী ইনিংস, যা ভারত দলের প্রথম শিরোপা জয়ী অভিযানে শুরুতেই বাড়তি জ্বালানি জুগিয়েছিল, সেই ইনিংসের নায়িকা রিচা শুধু ক্রিকেট মাঠেই নয়, প্রশাসনিক ক্ষেত্রেও যে সমান দক্ষতার সঙ্গে নিজের ভূমিকা পালন করতে প্রস্তুত, তা ইতিমধ্যেই স্পষ্ট করেছেন তিনি প্রয়োজনীয় যোগ্যতার দৌড় সম্পন্ন করে।
বুধবার এক্স–এ (X) রিচার নতুন অধ্যায়ের ছবি পোস্ট করে বেঙ্গল পুলিশ লিখেছে, রিচা ঘোষ জইন্স স্টেট পুলিস এস ডিএসপি” আরও এক পোস্টে জানানো হয়, “ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী সদস্য রিচা ঘোষ আজ রাজ্য পুলিশের ডিএসপি পদে যোগ দিলেন। তাঁকে সিলিগুড়ি কমিশনারেটে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে।”
 
ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র এখন প্রশাসনের নতুন সৈনিক। রিচার নতুন দায়িত্ব বাংলা তথা গোটা দেশের জন্য অনুপ্রেরণার বার্তা, ক্রীড়াক্ষেত্রের সাফল্য জীবনের আরও বিস্তৃত পরিসরেও নতুন সুযোগ গড়ে দিতে পারে। তারকা ক্রিকেটারের ব্যাটিং দক্ষতার মতোই তাঁর নতুন ভূমিকায়ও একই দৃঢ়তা ও আত্মবিশ্বাসে ঝলসে উঠবেন বলেই আশাবাদী দেশবাসী।