শিলচরে মুখ্যমন্ত্রীর সকাশে ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির প্রতিনিধিরা

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 7 h ago
শিলচরে মুখ্যমন্ত্রীর সকাশে ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির প্রতিনিধিরা
শিলচরে মুখ্যমন্ত্রীর সকাশে ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির প্রতিনিধিরা
 
শিলচর ঃ
 
আজ সকাল ১০টায় শিলচর পুলিশ গেস্ট হাউসে অসমের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে, অবিলম্বে 'ভাষা শহিদ স্টেশন, শিলচর' এর প্রয়োজনীয় গেজেট নোটিফিকেশন করার দাবিতে ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি।

প্রায় ১৪ মিনিটের আলোচনায় অবশ্যই আমরা আশাবাদী। মুখ্যমন্ত্রী বলেছেন, এই মাসের শেষ তিনি আবার শিলচরে আসছেন এবং এই বিষয়ে যা করা উচিত সেটাই করবেন।

আলোচনায় যুক্ত হন, মন্ত্রী কৌশিক রাই, সাংসদ কনাদ পুরকায়স্থ,শিলচরের বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলক্ষ দে পুরকায়স্থরা। ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির প্রতিনিধি দলে ছিলেন বাবুল হোড়,রাজীব কর, নিহার রঞ্জন পাল, নিখিল পাল, বাসুদেব ভট্টাচার্য ও শতদল ভট্টাচার্য।