বিতর্ক পেরিয়ে শুরু এসআইআর (SIR), প্রতিবাদে উত্তাল তৃণমূল

Story by  atv | Posted by  Aparna Das • 14 d ago
বিতর্ক পেরিয়ে শুরু এসআইআর (SIR), প্রতিবাদে উত্তাল তৃণমূল
বিতর্ক পেরিয়ে শুরু এসআইআর (SIR), প্রতিবাদে উত্তাল তৃণমূল
 
কলকাতা 

আজ, মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR (Special Intensive Revision, SIR) প্রক্রিয়া। রাজ্যজুড়ে নির্বাচনী দপ্তরের নির্দেশে মাঠে নামছেন BLO-রা। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলবেন, তথ্য যাচাই করবেন এবং প্রয়োজনে নতুন তথ্য যুক্ত করবেন এনুমারেশন ফর্মের মাধ্যমে।  
 
এই বিশেষ উদ্যোগকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের একাংশ দাবি করেছিলেন, নির্বাচনী এই পদক্ষেপের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে। তবে যাবতীয় বিতর্ক উপেক্ষা করে আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।
 
অন্যদিকে, এসআইআর-এর বিরোধিতা অব্যাহত রেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের এই উদ্যোগের প্রতিবাদে ফের পথে নামছে জোড়াফুল শিবির। আজ কলকাতায় তৃণমূলের বিশাল প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  
 
রাজনৈতিক উত্তাপের মধ্যেই এই ভোটার তালিকা সমীক্ষা শুরু হওয়ায় রাজ্যজুড়ে প্রশাসনিক এবং রাজনৈতিক দুই দিকেই তৎপরতা চোখে পড়ছে।