আগামী বৃহস্পতিবার বিহারে নতুন এনডিএ সরকার গড়বে

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 19 d ago
আগামী বৃহস্পতিবার বিহারে নতুন এনডিএ সরকার গড়বে
আগামী বৃহস্পতিবার বিহারে নতুন এনডিএ সরকার গড়বে
  পাটনা ঃ

বিহারে নতুন এনডিএ সরকার গঠনের প্রক্রিয়া প্রায় শেষের দিকে। বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর আগামী ২০ নভেম্বর, বৃহস্পতিবার, পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে এখনও স্পষ্ট নয়, দশমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমারই শপথ নেবেন কি না।

সোমবার বিদায়ী মন্ত্রিসভার শেষ বৈঠক পরিচালনা করেন নীতীশ কুমার। বৈঠকে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার প্রস্তাব অনুমোদন নিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে পদত্যাগপত্র  জমা দেবেন তিনি। একই সঙ্গে এক প্রস্তাব পাশ হয় যাতে নিতীশ কুমারকে বিদায়ী বিধানসভা ভেঙে দেওয়ার প্রস্তাব নিয়ে রাজভবনে যাওয়ার ‘অধিকার’ দেওয়া হয় বলে জানিয়েছে এক জেডিইউ নেতা।
 
এদিকে রবিবার সদ্য নির্বাচিত বিধায়কদের তালিকা নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়াল। তথ্য অনুযায়ী, ২৪৩ আসনের বিধানসভায় ২০২টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরেছে এনডিএ। বিজেপি পেয়েছে ৮৯, জেডিইউ ৮৫, চিরাগ পাসওয়ানের এলজেপি (আরভি) ১৯, আর ছোট অংশীদার হ্যাম ও আরএলএম মিলে ৯ আসন।

সরকার গঠনের প্রস্তুতি চলার পাশাপাশি দিল্লিতে এনডিএ সমন্বয় বৈঠকে ছিলেন জেডিইউ-র কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় কুমার ঝা। পরে তিনি জানান, কয়েক দিনের মধ্যেই নতুন সরকার গঠিত হবে। এনডিএ যে প্রতিশ্রুতিগুলি দিয়েছে, সেগুলি পূরণ করাই হবে প্রধান লক্ষ্য।
 
এদিকে, হিন্দুস্তানি আওয়াম মোর্চা (হ্যাম)-র বিধায়করা বৈঠক করে শিকন্দরের প্রফুল্ল মাঞ্জিকে দলনেতা নির্বাচিত করেছেন। দলের এমএলসি সন্তোষ কুমার সুমন জানান, পূর্ণ সমর্থন রয়েছে নীতীশ কুমারের প্রতি। আবারও বিহারের মানুষের সেবা করতে চান।