নয়াদিল্লি
দিল্লি মেট্রোতে উঠেই হতবাক যাত্রীরা, চারদিকে লাল আলো, ভয়াল ডিজাইন, পোস্টার আর অচেনা রহস্যময় পরিবেশ। যেন হঠাৎই বাস্তব দুনিয়ায় নেমে এসেছে জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ Stranger Things-এর ভয়ংকর জগত Upside Down। এ যেন ভারতের রাজধানীতে সরাসরি হাজির হয়ে গেল হকিন্স শহরের অন্ধকার ও রহস্য।
বিভিন্ন স্টেশনে দেখা গেছে সিরিজ–প্রাণিত ডিজাইন, লাল–টোনড লাইটিং এবং সিগনেচার ভয়াল টেক্সচার। অনেক যাত্রীই বিষয়টি দেখে মুহূর্তেই ভিডিও, রিল ও শর্টস বানাতে শুরু করেন এবং সোশ্যাল মিডিয়ায় তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
যদিও এই রূপান্তর সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনো পাওয়া যায়নি, ধারণা করা হচ্ছে আসন্ন Stranger Things Season 5–কে কেন্দ্র করেই বিশাল আকারের এই প্রোমোশনাল অ্যাক্টিভেশন চলছে।
মেট্রোর পাশাপাশি দিল্লির বিভিন্ন এলাকায় দেখা গেছে স্ট্রেঞ্জার থিংস–স্টাইলের বিলবোর্ড। তাতে নেই কোনও লোগো বা লেখা, কেবল ভয়ানক লাল রঙ, ছায়া আর গ্লিচি টেক্সচার। এই নীরব প্রচার নেটফ্লিক্সের সেই বৈশ্বিক মার্কেটিং স্ট্র্যাটেজির সঙ্গে মিলেছে, যেখানে দর্শকদের কৌতূহল এবং আলোচনাকেই প্রচারের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়।
নেটিজেনদের প্রতিক্রিয়া দেখেই স্পষ্ট, স্ট্রেঞ্জার থিংসের এই জোয়ারে ভারতীয় ভক্তরা মুগ্ধ। সোশ্যাল মিডিয়া ভরে গেছে রিল, মিম, এডিট ভিডিও এবং ব্যাকগ্রাউন্ডে বাজছে সিরিজটির আইকনিক সাউন্ডট্র্যাক। অনেকে উত্তেজনায় লিখেছেন, “দিল্লি মেট্রোতে আজ পুরো Upside Down নেমে এসেছে!”, “সকালে ট্রেনে উঠেই স্ট্রেঞ্জার থিংস ভাইব, অবিশ্বাস্য!”, “নেটফ্লিক্সের মার্কেটিং টিমকে স্যালুট।”, “ভারতে এত বড় স্ট্রেঞ্জার থিংস মুহূর্ত দেখা স্বপ্নের মতো!”
এখনও নেটফ্লিক্স ইন্ডিয়ার পক্ষ থেকে কোনও সরকারি ঘোষণা না এলেও, দিল্লির হঠাৎ বদলে যাওয়া এই রূপ প্রমাণ দিচ্ছে, বিশ্বজোড়া পপ কালচার এখন ভারতীয় জনজীবনকেও গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে। সব মিলিয়ে একটাই কথা, হকিন্স এসে গেছে, আর ভারত উপভোগ করছে স্ট্রেঞ্জার থিংস–এর প্রতিটি মুহূর্ত।