শাহরুখ খান ও কাজল লন্ডনে উন্মোচন করলেন ব্রোঞ্জের মূর্তি, ‘ডিডিএলজে’-র ৩০ বছর পূর্তি উপলক্ষে

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
শাহরুখ খান ও কাজল লন্ডনে উন্মোচন করলেন ব্রোঞ্জের মূর্তি, ‘ডিডিএলজে’-র ৩০ বছর পূর্তি উপলক্ষে
শাহরুখ খান ও কাজল লন্ডনে উন্মোচন করলেন ব্রোঞ্জের মূর্তি, ‘ডিডিএলজে’-র ৩০ বছর পূর্তি উপলক্ষে
লন্ডন:

বলিউডের কিং শাহরুখ খান ও কাজল লন্ডনে ভ্রমণ করে উন্মোচন করলেন দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে (ডিডিএলজে)-র ৩০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত একটি বিশেষ ব্রোঞ্জের মূর্তি। ইয়াশ রাজ ফিল্মস প্রযোজিত এই কালজয়ী ছবির স্মরণে তৈরি মূর্তিটি এখন লেস্টার স্কোয়ারে স্থাপন করা হয়েছে—যা এই প্রথম কোনো ভারতীয় চলচ্চিত্রকে Scenes in the Square ট্রেইলের অংশ হিসেবে বিশেষ মর্যাদা প্রদান।

মূর্তিটি রাজ ও সিমরনের সেই বিখ্যাত ভঙ্গিমায় নির্মিত, যা বছরের পর বছর ধরে দর্শকদের মনে গেঁথে আছে। এটি এখন হ্যারি পটার, মেরি পপিন্স, প্যাডিংটন, এবং সিঙ্গিন’ ইন দ্য রেইন-এর মতো চলচ্চিত্র চরিত্রদের মূর্তির পাশে স্থান করে নিয়েছে। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি এবং হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালায়েন্সের প্রধান নির্বাহী রস মর্গান।

শাহরুখ খান বলেন,“ডিডিএলজে’ তৈরি হয়েছিল একদম হৃদয় থেকে। ভালোবাসা কীভাবে দূরত্ব মুছে দেয়, মানুষকে কাছে আনে—এই গল্পটাই আমরা বলতে চেয়েছিলাম। সম্ভবত এই কারণেই ৩০ বছর ধরে ছবিটি সারা বিশ্বে এত ভালোবাসা পেয়েছে। ‘ডিডিএলজে’ আমার পরিচয়েরই একটি অংশ।”

কাজল বলেন,“অবিশ্বাস্য লাগে যে এখনো ৩০ বছর পরও ‘ডিডিএলজে’ এতটা ভালোবাসা পাচ্ছে। লন্ডনে এই মূর্তি উন্মোচন দেখা মানে যেন নিজের অতীতের একটি অংশ আবার নতুন করে অনুভব করা।”

লেস্টার স্কোয়ার ডিডিএলজের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ছবির শুরুতে রাজ-সিমরনের অজান্তে সাক্ষাৎ হওয়ার দৃশ্যে এই স্থানটি দেখা যায়। রাজকে দেখা যায় Vue সিনেমার সামনে, আর সিমরন হাঁটছিলেন Odeon Leicester Square-এর সামনে দিয়ে।

১৯৯৫ সালে আদিত্য চোপড়ার পরিচালনায় মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্র দুই এনআরআই তরুণ-তরুণীর ইউরোপ ও ভারতের সফরে জন্ম নেওয়া প্রেমের গল্প। কিংস ক্রস স্টেশন থেকে শুরু হওয়া এই যাত্রা পরবর্তীতে ভারতীয় সিনেমার ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে ওঠে। এটি এখনো ভারতের প্রেক্ষাগৃহে সর্বাধিক দীর্ঘমেয়াদি চলমান চলচ্চিত্র।

ইয়াশ রাজ ফিল্মসের সিইও বিধানি বলেন,“ভারতীয় গল্পকে বিশ্বদর্শকের কাছে পৌঁছে দেওয়ার যে লক্ষ্য YRF বহু বছর ধরে নিয়ে কাজ করছে, ‘ডিডিএলজে’-কে যুক্তরাজ্যে এই মর্যাদা দেওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত।”

মঞ্চ সংস্করণ Come Fall In Love – The DDLJ Musical এ বছর ম্যানচেস্টারে সফল প্রদর্শনী করে।

মূর্তিটি এখন Scenes in the Square ট্রেইলের ১১তম চরিত্র—যা হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালায়েন্স ও ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের সহযোগিতায় পরিচালিত একটি উদ্যোগ।